হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্য ছাড়া পুরো ইউরোপ এবং অন্য ১২টি দেশ থেকে আগামী ১৬ দিন বাংলাদেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।
আগামী ৩ এপ্রিল শনিবার থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ নিষিধাজ্ঞা কার্যকর থাকবে।
বৃহস্পতিবার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপের সবগুলো দেশসহ অন্য আরও ১২টি দেশের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
দেশগুলো মধ্যে রয়েছে; আর্জেটিনা, ব্রাজিল, বাহরাইন, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়।
সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর গত তিনদিন ৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। বেড়ে গিয়েছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত জানালো বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ।