ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
পুরো ইউরোপ এবং অন্য ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা
Reporter Name

হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্য ছাড়া পুরো ইউরোপ এবং অন্য ১২টি দেশ থেকে আগামী ১৬ দিন বাংলাদেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

আগামী ৩ এপ্রিল শনিবার থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ নিষিধাজ্ঞা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপের সবগুলো দেশসহ অন্য আরও ১২টি দেশের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

দেশগুলো মধ্যে রয়েছে; আর্জেটিনা, ব্রাজিল, বাহরাইন, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়।

সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর গত তিনদিন ৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। বেড়ে গিয়েছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত জানালো বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ।

x