সারাদেশে চলমান লকডাউনের বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সারসংক্ষেপ তৈরি করা হলেও এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে রোববার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের কারণে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়তে পারে। তবে কিছু বিধিনিষেধ শিথিল করতে পারে সরকার।
করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি নতুন করে এই লকডাউন বাড়ানোর কোনো সুপারিশ করেনি। কমিটি এক্ষেত্রে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়েছে। চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়।