ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে
Reporter Name

ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী ৩১ মে পর্যন্ত স্থল ভাগের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস শুক্রবার (২১ মে) গণমাধ্যমকে বলেন, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে আমরা আবার বৈঠকে বসবো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ছয়টি বন্দর দিয়ে প্রায় ৫ হাজার মানুষ ভারত থেকে দেশে ফিরেছেন। বর্তমানে গড়ে প্রতিদিন ২৫০ জন করে নাগরিক দেশে ফিরছেন।

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট যেন প্রবেশ করতে না পারে সেজন্য দেশটির সঙ্গে স্থল সীমান্ত গত ২৬ এপ্রিল থেকে বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x