ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মমতার
Reporter Name

বুধবার তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

টানা তৃতীয়বার ভোটে জিতে ইতিহাস গড়লেও নিজে নন্দীগ্রাম থেকে হেরেছেন তিনি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব সামলানোর ক্ষেত্রে তাতে কোনো বাধা নেই।

বিজ্ঞাপন

বুধবার মমতার শপথের পরদিন তথা ৬ মে বৃহস্পতিবার বাকি জয়ী প্রার্থীরা শপথগ্রহণ করবেন বলে জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করবেন বলে সাংবাদিকদের জানানো হয়েছে।

গতকাল নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ‍যে, এই মুহূর্তে তার দলের প্রধান কাজ হল করোনার বিরুদ্ধে লড়াই করা। এই অবস্থায় দ্রুত মন্ত্রিসভা গঠন করে কাজ শুরু করতে চাইছেন মমতা।


নিউজ সোর্সঃ বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মমতার

Leave a Reply

Your email address will not be published.

x