পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা না করলেও বেসরকারি ফলাফলে নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। তবে কমিশন বলছে ভোট পুনর্গণনা চেয়েছেন মমতা। পুনর্গণনা হবে কিনা সেটা নিশ্চিত নয় এখনো।
এরই মধ্যে একবার শোনা যায় মমতা জিতেছেন, একবার শুভেন্দু। এখন প্রশ্ন নন্দীগ্রামে হারলেও কি মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা? এমন প্রশ্ন ঘুরছে সবার মধ্যে।
ভারতীয় নির্বাচনের সংবিধান বলছে, মমতা সরকারও গঠন করতে পারবেন। মুখ্যমন্ত্রীও হতে পারবেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ছয় মাসের মধ্যে অন্য কোনো আসন থেকে জিততে হবে। তবেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ধরতে রাখতে পারবেন। যাকে বলা হয়, ‘অ্যাক্টিং চিফ মিনিস্টার। ’ তখনও যদি হারেন দল সিদ্ধান্ত নেবে কাকে করা হবে মুখ্যমন্ত্রী।
মুর্শিদাবাদ জেলায় সামশেরগঞ্জ ও জঙ্গিপুর, দুই আসনে ভোট হবে ১৬ মে। ওই দুই কেন্দ্রে সংযুক্ত মোর্চার দুই প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সে কারণেই ভোট পিছিয়েছে নির্বাচন কমিশন। হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দু’টি আসনের মধ্যে কোনো একটি বেছে নিতে পারেন অথবা তার কোনো পছন্দের আসন থেকেও তিনি প্রার্থী হতে পারেন। সেক্ষেত্রে তৃণমূলের বিজয়ী কোনো বিধায়ককে জেতা আসন থেকে পদত্যাগ করতে হবে।
তবে শোনা যাচ্ছে. নিজের গড় অর্থাৎ দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে ফের ভোটে দাঁড়াতে পারেন মমতা বন্দোপাধ্যায়।
… [Trackback]
[…] Find More on on that Topic: doinikdak.com/news/12293 […]
… [Trackback]
[…] Read More to that Topic: doinikdak.com/news/12293 […]
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/12293 […]
… [Trackback]
[…] There you will find 49382 more Info on that Topic: doinikdak.com/news/12293 […]