ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
সুনসান সুন্দরবন, উন্মক্ত হচ্ছেনা পর্যটকদের জন্য
জাহিদ রানা, মোংলা প্রতিনিধি

করোনা পরিস্থিতির জন্য বন্ধ রাখা সারা দেশের পর্যটন কেন্দ্র গুলো আজ (১৯ আগষ্ট)থেকে খুলে দেয়া হলেও খুলছে না সুন্দরবন। তাই বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেখার জন্য অপেক্ষায় থাকা পর্যটকদের জন্য আপতত সুখবর নেই। নৈসর্গিক সুন্দরবনের সৌন্দর্য ফের কবে উপভোগ করা যাবে সেটাও জানা নেই কারও। তবে পরিস্থিতি ইতিবাচক থাকলে খুব বেশিদিন হয়তো অপেক্ষা করতে হবে না দেশিবিদেশি পর্যটকদের। এমনটাই জানালেন সংশ্লিষ্টরা।

পূর্ব সুন্দরবনের করমজল ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, উদ্ধোতন কতৃপক্ষের অনুমতি না মেলায় সারা দেশের ন্যায় সুন্দরবনে পযটকদের জন্য উন্মক্ত করতে পারেননি তারা।

 বন বিভাগ সুত্রে জানাযায়, করোনা সংক্রমন রোধে গেল এপ্রিল সুন্দরবনের পর্যটক প্রবেশের উপর নিষেধাঙ্গা দেয়ার পর গত সাড়ে চার মাসে ১১ লক্ষ ৬৫ হাজার টাকার রাজস্ব হারিয়েছে সুন্দরবন।

সিংকঃ-(০১) আজাদ কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুর্ব সুন্দরবন করমজল পর্যটন স্পট।

x