ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে এবার ওয়ানডে মিশনে বাংলাদেশ। হারারের প্রথম ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ। টস জয়ী জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর ফিল্ডিং নেওয়ায় শুরুতে ব্যাটিংয়ে তামিম ইকবালরা।

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে একটি পরিসংখ্যান বাংলাদেশ দলকে নিশ্চিতভাবেই উজ্জীবিত করবে। ৫০ ওভারের ক্রিকেটে টানা ১৬ জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার হেরেছিল ৮ বছর আগে ২০১৩ সালে। জিম্বাবুয়ে সফরে সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

দুই দলের ওয়ানডে পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। সব মিলিয়ে ৭৫বার মুখোমুখি হয়েছে, যেখানে ৪৭টি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে জিম্বাবুয়ে বরাবরই শক্তিশালী। তাই সিরিজ জিততে হলে দলীয় পারফরম্যান্সের কোনও বিকল্প নেই। আর এজন্য সুন্দর একটি সকাল চান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ‘জিম্বাবুয়েতে ২-৩টা সিরিজ খেলেছি, তবে ৬-৭ বছর আগে। সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে, তাই বোলারদের শুরুতে সুবিধা হবে, বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে। আগে বোলিং করলে এই এক ঘণ্টা কাজে লাগাতে হবে।’

x