ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
মিতালী বাড়ি ফিরল বিশেষ ট্রেনে (গ্যাঙ্কার ট্রেন)
Reporter Name

৩ এপ্রিল দিনাজপুরে দ্রুতযান এক্সপ্রেস নামে চলন্ত ট্রেনে জন্ম হয় শিশুটির। নবজাতক ও তার মায়ের দেখভাল এবং চিকিৎসায় বিশেষ উদ্যোগ নেয় রেলওয়ে। তাদের পৌঁছে দেওয়া হয় দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে চলাচলকারী মিতালী ট্রেনের নামে কন্যাশিশুটির নাম রাখা হয় ‘মিতালী’।

এবার হাসপাতালে চিকিৎসা শেষে মিতালী, তার মা ও পরিবারের সদস্যদের বিশেষ ট্রেনে (গ্যাঙ্কার ট্রেন) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাড়িতে পৌঁছে দিয়েছে রেলওয়ে। বুধবার দুপুরে তাদের নিয়ে ট্রেনটি দিনাজপুর রেলস্টেশন ছেড়ে যায়। এ সময় রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, দিনাজপুর রেলস্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিতালীর মা মুক্তি পারভীন বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ বিপদের সময় আমাদের পাশে থেকেছে। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।দিনাজপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান জানান, শিশুটি ও তার পরিবারের পাশে থাকতে পেরে আমরাও আনন্দিত।

এদিকে শিশুটি বাড়ি ফেরার সময় হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং প্রয়োজনীয় ওষুধ ও নতুন কাপড় উপহার দেওয়া হয়েছে।

x