দৈনিক ডাকঃ বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদানের লক্ষ্য পূরণে সরকারের সাথে এক হয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম ইমো।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ইমো কর্তৃপক্ষ।
ভ্যাকসিন নিবন্ধনের জন্য অ্যাপে নতুন একটি ফিচার চালু করেছে ইমো। যার ফলে দ্রুতই বেশি মানুষকে ভ্যাকসিন নিবন্ধনের আওতায় আনা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানায় ইমো।
নতুন এই ফিচার রি-ডাইরেকশনের মাধ্যমে ব্যবহারকারীদের সুরক্ষা ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে তার যে হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক তা নির্বাচন করতে পারবে। এরপর নিবন্ধকারীদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসএমএসের মাধ্যমে টিকাগ্রহণের সময় এবং তারিখ জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে ইমো।
কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারের সাথে সংহতি প্রকাশ করেছে ইমো। গত বছর ইমো প্রবাসী বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে অবহিত করতে অ্যাপের ভেতর বাংলায় নির্দিষ্ট হটলাইন চালু করে। হটলাইনগুলো তাদেরকে বাংলাদেশি ডাক্তারদের সাথে সংযুক্ত করে।