ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
রাজশাহী মেডিকেল করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১০ জনের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। আর সাতজন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে পাঁচজন রাজশাহীর এবং চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন।

এ নিয়ে চলতি মাসের গত ১৯ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ১৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯৩ জন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৩৬৫ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৪৯ জন।

x