রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পোস্ট কোভিড জটিলতা কাটলেও শারীরিক সমস্যা তেমনা কাটেনি।
এ জন্য আরও এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। মানবজমিনকে এমনটাই জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক চিকিৎসক
তিনি বলেন, খালেদা জিয়ার লিভারে সমস্যা আছে। মেডিকেল বোর্ডের একজন লিভার বিশেষজ্ঞ যুক্ত করার কথা বলেছেন। আমরা এখনও বলছি ওনার উন্নত চিকিৎসা করানো জরুরি।
এখন কতটুকু করতে পারবে, তা পরিবারের ওপর নির্ভর করছে। মেডিকেল বোর্ড নতুন কিছু ওষুধ দিয়েছে।