ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
গত একদিনে ভারতে করোনায় আরও ৩৩০৩ জনের মৃত্যু
Reporter Name

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ১ দিনে আরও তিন হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।  এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭০ হাজার ৩৮৪ জনে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন।  এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জন।

রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ লাখ ১০ হাজার ৭৬৩ জনের, আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬৪ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।

x