ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
রামেকে ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু
Reporter Name

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরও আটজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

এর আগে রামেকে চিকিৎসাধীন থেকে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সাতজনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া আটজনের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জ জেলার। অন্যদের মধ্যে রাজশাহীর চারজন, ও পাবনার একজন রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ২৩৭ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

x