শুক্রবার জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রথমার্ধে ১৮-১০ পয়েন্টে পিছিয়ে থাকা বাংলাদেশ জাতীয় কাবাডি দল দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় অসাধারণভাবে। কেনিয়াকে টুর্নামেন্টে দ্বিতীয়বার হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে লাল-সবুজরা।
টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল পোল্যান্ডকে ৪০-২২ পয়েন্টে গুঁড়িয়ে। পরের ম্যাচে স্বাগতিকরা কেনিয়াকে হারায় ৩২-২৯ পয়েন্টে। তারপর নেপালকে ৩৫-২০ পয়েন্টে, এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩-৩১ পয়েন্টের জয় তুলে আসে ফাইনালের মঞ্চে।
ঘরের মাঠে কাবাডিতে বাংলাদেশের এটি প্রথম আন্তর্জাতিক শিরোপা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল আসর। যাতে অংশ নেয় ৫ দেশ। কাবাডির বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পাঁচে, আর কেনিয়া টেবিলের সাতে।