ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিগগিরই টেস্ট মর্যাদা পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল
Reporter Name

শিগগিরই টেস্ট খেলতে পারবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, সকল পূর্ণ সদস্য দেশের নারী দলকে পাকাপাকিভাবে ওয়ানডে ও টেস্ট মর্যাদা দেবে।

আইসিসি বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ-সহ অন্য দুই পূর্ণ সদস্য দেশ জিম্বাবুয়ে ও আফগানিস্তানের নারী দল টেস্ট খেলার সুযোগ পাবে।

২০২২ সালে বার্মিংহামে বসতে যাওয়া কমনওয়েলথ গেমসে মেয়েদের সকল ম্যাচকে আন্তর্জাতিক টি-টুয়েন্টি স্বীকৃতির সিদ্ধান্তের কথাও জানিয়েছে আইসিসি।

এতদিন কেবল ১০ দেশ- ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান নারী দল টেস্ট খেলতে পারত।

টেস্টের সেই অভিজাত ক্লাবের সদস্য হতে চলেছে লাল-সবুজের দল। ২০১১ সালে ওয়ানডে মর্যাদা পায় বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয় টিম টাইগ্রেসের সর্বোচ্চ সাফল্য।

x