শিগগিরই টেস্ট খেলতে পারবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, সকল পূর্ণ সদস্য দেশের নারী দলকে পাকাপাকিভাবে ওয়ানডে ও টেস্ট মর্যাদা দেবে।
আইসিসি বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ-সহ অন্য দুই পূর্ণ সদস্য দেশ জিম্বাবুয়ে ও আফগানিস্তানের নারী দল টেস্ট খেলার সুযোগ পাবে।
২০২২ সালে বার্মিংহামে বসতে যাওয়া কমনওয়েলথ গেমসে মেয়েদের সকল ম্যাচকে আন্তর্জাতিক টি-টুয়েন্টি স্বীকৃতির সিদ্ধান্তের কথাও জানিয়েছে আইসিসি।
এতদিন কেবল ১০ দেশ- ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান নারী দল টেস্ট খেলতে পারত।
টেস্টের সেই অভিজাত ক্লাবের সদস্য হতে চলেছে লাল-সবুজের দল। ২০১১ সালে ওয়ানডে মর্যাদা পায় বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয় টিম টাইগ্রেসের সর্বোচ্চ সাফল্য।