ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
ভারতে ৪৪ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু আরও ৩৬৬০
Reporter Name

ভারতে ৪৪ দিনের মধ্যে সবচেয়ে কম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বৃহস্পতিবার। এদিন মৃত্যুও কিছুটা কমেছে। এই সময়ে মারা গেছে ৩ হাজার ৬৬০ জন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভিসহ একাধিক গণমাধ্যম শুক্রবার সকালে এতথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় অর্থ্যাৎ এক দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ রোগী। ৪৪ দিন পর দেশের দৈনিক সংক্রমণ এতটা কম হলো। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬০ জনের।

গত দুই সপ্তাহ ধরে ভারতে যত জন প্রতিদিন কোভিডে আক্রান্ত হয়েছেন। তার থেকে বেশি রোগী প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন। এর জেরে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।

x