ভারতে ৪৪ দিনের মধ্যে সবচেয়ে কম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বৃহস্পতিবার। এদিন মৃত্যুও কিছুটা কমেছে। এই সময়ে মারা গেছে ৩ হাজার ৬৬০ জন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভিসহ একাধিক গণমাধ্যম শুক্রবার সকালে এতথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় অর্থ্যাৎ এক দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ রোগী। ৪৪ দিন পর দেশের দৈনিক সংক্রমণ এতটা কম হলো। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬০ জনের।
গত দুই সপ্তাহ ধরে ভারতে যত জন প্রতিদিন কোভিডে আক্রান্ত হয়েছেন। তার থেকে বেশি রোগী প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন। এর জেরে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।