ভাস্কর সরকার: কোভিড-১৯ (করোনা) পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণের জন্য তালিকা প্রণয়ন করতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগামী ২৪ মে’র মধ্যে সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হবে।
সোমবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুণরায় সোমবার (১৭ মে) আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের নিবন্ধনের বিভিন্ন ধাপ সম্পর্কে অবহিত করা হয় ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, কোভিট-১৯ টিকাদান কর্মসূচিতে তাদের নাম অন্তর্ভূক্তির লক্ষ্যে আগামী ২৪ মে ২০২১ তারিখের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইট ব্যবহার করে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) জমা প্রদান করতে হবে।
যেভাবে নিবন্ধন করা যাবে: নিবন্ধন করার জন্য https://sites.ru.ac.bd/studentnid/login.php লিঙ্কে শিক্ষার্থীরা তাদের আইডি নম্বর ও পাসওয়ার্ড প্রদান করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবে। লগ ইন করার পর ড্যাসবোর্ডে প্রয়োজনীয় তথ্য দিয়ে কোভিড-১৯ ভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ তথ্যই লগইন করার পর তাদের প্রোফাইলে চলে আসবে। পরে নির্দিষ্ট জায়গায় জাতীয় পরিচয়পত্র নম্বর, শিক্ষার্থীর ফোন নম্বর, ইমেইল দিতে হবে। আবাসিক শিক্ষার্থী হলে আবাসিক জায়গায় টিক চিহৃ দিতে হবে। পরে আপডেট করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।
ইতোমধ্যে যে সকল শিক্ষার্থী কোভিড-১৯ টিকাদান কর্মসূচীতে অন্তর্ভূক্তির জন্য অনলাইনে জাতীয় পরিচয় পত্র নম্বর (NID) জমা দিয়েছে তাদের একই সিস্টেম ব্যবহার করে নিজ নিজ NID card এর কপি আপলোড করতে বলা হচ্ছে৷ উল্লেখ্য, জাতীয় পরিচয় পত্র নম্বর (NID) ব্যতিত অন্য কোনো নম্বর (যেমন: জন্ম নিবন্ধন নম্বর) গ্রহণযোগ্য নয়৷ সংগৃহীত NID নম্বর UGC এর মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের ডাটাবেজে যুক্ত হওয়া মাত্র শিক্ষার্থীদের জানানো হবে এবং তখন শিক্ষার্থীদের সুরক্ষা পোর্টাল (https://surokkha.gov.bd/) ব্যবহার করে চূড়ান্ত রেজিষ্ট্রেশন সম্পন্ন পূর্বক টিকা গ্রহণ করতে হবে ৷