ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
মাস্ক ও স্টিকার বিতরণ করলো সেচ্ছাসেবী সংঘঠন ত্রিশাল হেল্পলাইন
Reporter Name

এনামুল হক,ময়মনসিংহঃ করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় আজ  বৃহস্পতিবার  ( ০৬) মে ত্রিশাল উপজেলায়  সচেতনতা মূলক স্টিকার ও মাস্ক বিতরণ করছে ত্রিশাল উপজেলার সবেচেয়ে জনপ্রিয় সেচ্ছাসেবী সংঘঠন ‘ ত্রিশাল হেল্পলাইন ‘

এসময় তারা পথচারী, দোকানদার, গণপরিবহনে যাতায়াতকারী ব্যাক্তিদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পড়তে উদ্বুদ্ধ করেন।  করোনা ভাইরাস এর ভয়াবহতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষ কে জানানো হয়।

ত্রিশাল হেল্পলাইন এর এডমিন হামিদুর রহমান সুমন বলেন,  আমরা উপজেলার প্রত্যেক দোকানদের মাস্ক ছাড়া সেবা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি এবং নো মাস্ক, নো সার্ভিস এই স্লোগানে স্টিকার লাগিয়েছি।

সবার আগে, সবার পাশে এই স্লোগানে আমরা ত্রিশাল হেল্পলাইন সেচ্ছাসেবীরা  জীবনের ঝুকি নিয়ে সবাইকে সচেতন করে চলেছি,  উপজেলার ১২ ইউনিয়নে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

x