ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:১২ অপরাহ্ন
‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অর্থে সরকার উৎখাত করতে চেয়েছিলেন মামুনুল হক’
Reporter Name

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থ গ্রহণের মাধ্যমে হেফাজত নেতা মামুনুল হক সরকার উৎখাতের টার্গেট করেছিলেন বলে জানিয়েছেন তেজগাঁও অপরাধ বিভাগের ডিসি হারুন অর রশিদ।

রোববার এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বাবরি মসজিদের নাম করে ফান্ড কালেকশন করে কওমি মাদ্রাসার ছাত্রদের দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিলেন মামুনুল হক। ভগ্নিপতি নেয়ামতউল্লাহর মাধ্যমে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সাথে সরাসরি যোগাযোগ ছিলো এই হেফাজত নেতার।

হারুন অর রশিদ আরও বলেন, বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিম হচ্ছেন মাওলানা মামুনুল হক আপন ভায়রা ভাই। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী, গ্রেনেড হামলার আসামী এবং জামাতের শীর্ষ দুই নেতার সঙ্গে যোগাযোগের মাধ্যমে কওমি মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সরকার উৎখাতের ছক এঁকেছিলেন মামুনুল হক।

তার ভাই মাহফুজুল হক কোন মামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।

x