ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
অন্য মামলায় মামুনুলকে গ্রেপ্তার দেখাতে আদালতে সিআইডি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মসূচির সময় দাঙ্গা-হাঙ্গামার মামলায় সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।

ইতোমধ্যেই তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতের অনুমতি চেয়েছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা।

পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ কয়েকটি জেলায় হেফাজতের তাণ্ডবের তেইশটি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি।

মঙ্গলবার দুপুরে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় কোনো রাজনৈতিক দলের নেতাদের ইন্ধন থাকার বিষয়ে নিশ্চিত হলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে আটক করে পুলিশ। পরে আগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে আনা হয়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতায় দেশে ১৭ জনের মৃত্যু হয়।

এসব সহিংসতার ঘটনায় সারাদেশে প্রায় অর্ধশতাধিক মামলা হয়েছে। মামুনুলকে এসব ঘটনার মূল ইন্ধনদাতা হিসেবে মনে করছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় গত ৫ এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ২ হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামিও করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *