ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
কোটচাঁদপুরে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বরে ছয়জন ভিক্ষুকের মাঝে ৩টি করে ছাগল বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত এই ছাগল ভিক্ষুকদের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।
এ সময় আরো উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নওশের আলী নাসিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
x