ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত 
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টম্বর বুধবার রাত সাড়ে ৮টায় পরিষদের নিজস্ব কার্যালয়ে পরিচালনা পরিষদ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো’র সঞ্চালনায় ১নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন আহমেদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় ।
আলোচনার শুরুতে অর্থ সম্পাদক নুরুল আমিন পরিষদের আর্থিক বিবরনী উপস্থাপন পরবর্তী সদস্য ও সম্পাদকীয় প্রতিনিধিগন আলোচ্য সূচির উপরে মতামত ব্যক্ত করেন।
সকলের মতামতের ভিত্তিতে নিম্নে উল্যেখিত বিষয় সমূহ বাস্তনায়নের সিদ্ধান্ত গৃহীত হয়-
আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে বাজারের জানজট কঠোর হস্তে দমন করা,দিনে গাড়ি চলাচল মশ্রিণ করতে অন্তত ৩ জন প্রহরীর ব্যবস্থা করা,স্কুল খোলার কারনে বাজারে মালামালের বড় ট্রাক প্রবেশের সময় পরিবর্তন ও পূনঃনির্ধারণে সংশ্লিষ্ট্য ব্যবসায়ীদের সাথে আলাপের মাধ্যমে বাস্তবায়ন, টমটম সিএনজি স্টপ পজিশন নিশ্চিত করা ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করা, রাতে নৈশ প্রহরীর দায়ীত্ব পালনের সুবিধার্থে প্রত্যেক দোকানের সামনে লাইট জালিয়ে রাখতে হবে,চুরি প্রতিরোধে অহেতুক রাত ১২ টার পরে বাজার সীমানায় সর্বসাধারণের চলাচল বন্ধ করা,সাম্প্রতিক সময়ে রাজমিস্ত্রি ধারা সংগঠিত চুরির পুনরাবৃত্তি রোধে রাতে বাজার সীমানায় যেকোন নির্মান কাজ করার আগে অবশ্যই বাজার পরিচালনা পরিষদকে লিখিতভাবে অবহিত করা,পরিচালনা পরিষদের আবেদনের প্রেক্ষিতে অনুমোদিত প্রকল্প যেমন- ৪তলা বিশিষ্ট মাছ বাজার শেড, স্কুল গেইট টু হক লাইব্রেরি রাস্তা আরসিসি ঢালায় প্রকল্প, দ্বিতলা বিশিষ্ট গণ-শৌচাগার নির্মান প্রকল্প সমুহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা,
সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করিতে বাজার এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি স্থাপন ও আলোকায়নের জন্য সোলার লাইটিং স্থাপন প্রকল্প অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদনের ব্যবস্থা গ্রহন করা।
এ সময় উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ যুগ্ন-সাধারণ সম্পাদক হাসান তারেক, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, সদস্য ২ নং ওয়ার্ড জাহেদুল ইসলাম, সদস্য ৩নং ওয়ার্ড আবদুল মোনাফ সওদাগর, সদস্য ৪নং ওয়ার্ড রফিকুল ইসলাম, সদস্য ৫নং ওয়ার্ড নুরুল আবছার, সদস্য ৬নং ওয়ার্ড শওকত আলম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *