ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
লাখাইয়ে নবনিযুক্ত পুজা উযাপদ পরিষদের কমিটির পরিচিতি সভা।
আশীষ দাশ গুপ্ত লাখাই হবিগঞ্জ প্রতিনিধি।।

বাংলাদেশ পুজা উযাপন পরিষদের  নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার  ১৫ সেক্টেন্বর  পবিত্র শ্রী শ্রী গীতা পাঠের  মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।শ্রী গোপাল জিউর আশ্রম এ  অনুষ্ঠিত পরিচিতি সভায় পরিষদের সিনিয়র সহ  সভাপতি বিরাজ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই  উপজেলা পরিষদের চেয়ারম্যানও আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুশফিক আলম আজাদ

বক্তব্য রাখেন জ্যোতি রঞ্জন সিংহা স্বপন, অমিত ভট্টাচার্য, দেবাশীষ আচার্য্য, লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, সাংবাদিক ফোরামের সভাপতি সুশিল চন্দ্র দাস, লিটন সূত্রধর, পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বুল্লা ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান  প্রার্থী অমৃল্য রায়,     মলয় দেব, সুভাষ আচায্য,  প্রবিন্দ্র দাস, প্রনেশ দাশ, সজল দাস,
  প্রমূখ। অনুষ্ঠানের এক পর্যায়ে পরিষদের  নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক সম্পাদ রায়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে   ক্রেষ্ট প্রদানের মধ্য দিয়ে অনিন্দ্য সুন্দর হিমেল শান্ত মনোরম মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
x