ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
ভারতের সঙ্গে স্থলবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে প্রায় সব স্থলবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে মোট ১০টি স্থলবন্দর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্যক্রম শুরু করবে। পর্যটক ছাড়া অন্য সবাই এই বন্দরগুলো দিয়ে ঢুকতে পারবেন এবং বাংলাদেশে প্রবেশের জন্য কোনও ধরনের নো-অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হবে না।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, ‘দুই দেশের করোনা মহামারি পরিস্থিতি উন্নতির কারণে আমরা স্থলবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগে পাঁচটি বন্দর খোলা ছিল। রবিবার থেকে আরও পাঁচটি বন্দর খুলে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘স্থলবন্দরগুলো অনেক দিন বন্ধ থাকায় পুনরায় কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্টদের কয়েক দিন সময় দরকার।’

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল থেকে স্থলবন্দর দিয়ে আগমন-নির্গমন বিষয়াদি পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। এই কমিটি স্থলবন্দর সংলগ্ন জেলাগুলোর স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছে।

আন্তমন্ত্রণালয় কমিটির সদস্য মাশফি বিনতে সামস বলেন, ‘আমরা গত পাঁচ মাসে ১০টি বৈঠক করেছি এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, যাতে ভারত থেকে কোভিড বাংলাদেশে দ্রুত ছড়াতে না পারে।’

তিনি বলেন, ‘এর সুফলও আমরা পেয়েছি। কারণ, ভারতে যখন প্রকোপ কমেছে, তখন বাংলাদেশে সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু ওই সময়ে আমরা ভারত থেকে প্রয়োজনীয় আমদানি করতে পেরেছি, যা অন্য সময় সহজ হতো না।’

 

4 responses to “ভারতের সঙ্গে স্থলবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত”

  1. I needed to thank you for this good read!! I definitely enjoyed every bit
    of it. I’ve got you bookmarked to check out new stuff you post…

  2. These are in fact great ideas in about blogging.
    You have touched some fastidious things here. Any way keep up wrinting.

  3. Do you have a spam problem on this blog; I also am a blogger, and I was wondering your situation; many of us have developed
    some nice procedures and we are looking to swap strategies with others, why not shoot me an e-mail if interested.

  4. Hello, after reading this remarkable article i am also happy to share my experience here with colleagues.

Leave a Reply

Your email address will not be published.

x