ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বড়াইগ্রামে অগ্নিকান্ডে নিঃস্ব হলো পরিবারটি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের চামটা সরকারপাড়ায় অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে গেলো খ্রিস্টান এক পরিবার। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই গ্রামের রবিন রোজারিও’র বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লাগলে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে সকল আসবাবপত্র সহ অন্যান্য মালামাল পুড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে অবশিষ্ট কিছুই রক্ষা হয়নি। জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে যাই এবং তাৎক্ষণিকভাবে এক বস্তা চাউল ও নগদ অর্থ প্রদান করা হয়। পরিবারটির জন্য আরও প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x