করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের শঙ্কায় রয়েছে ভারত। প্রায় প্রতিদিনই দেশটিতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯২ জন, মৃত্যু হয়েছে ৫০৯ জনের।
বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।
এর আগে বুধবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪১ হাজার ৯৬৫ জন। মৃত্যু হয়েছিল ৪৬০ জনের।
দেশটিতে প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এর আগে মঙ্গলবার দেশটিতে ৩০ হাজার ৯৪১ জন করোনাক্রান্ত হন। এ সময়ের মধ্যে মৃত্যু হয় ৩৫০ জনের।
এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৯ হাজার ৫২৯ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৯৩৭ জন।
গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।
গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৯২ লাখ ৮৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৪৫ হাজার ৪৫৭ জনের।
purchase lasuna generic – buy diarex buy himcolin online cheap
besifloxacin for sale – besifloxacin medication buy generic sildamax for sale
probenecid online order – purchase probenecid without prescription buy tegretol generic
gabapentin 800mg without prescription – buy sulfasalazine buy azulfidine 500 mg for sale
mebeverine tablet – arcoxia cheap brand pletal 100 mg
celecoxib 200mg pills – buy indocin 75mg without prescription buy indomethacin 75mg
purchase rumalaya online – rumalaya cost brand elavil 10mg
order voltaren – diclofenac order online order aspirin 75mg