ঢাকা, রবিবার ০৯ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের লাশ তিন দিনেও ফেরত আসেনি
মোঃ জাকির হোসেন জীবন জেলা প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বুড়িমারী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশি যুবকের লাশ ৭২ পার হওয়ার পরেও ফেরত দেওয়া হয়নি।

গত রবিবার( 29 আগস্ট )পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকায় বুলবুল ইসলামের ছেলে ইউনুস আলী(৩০) এবং নীলফামারী জেলার ডালিয়া এলাকার বনেবরেডর ছেলে সাগর(২৭)

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে শ্রীরামপুর সীমান্তে ( ৮৪৩) নম্বর আন্তর্জাতিক পিলিয়ারের কাছ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় ৫/৬ জন বাংলাদেশি ভারতীয় গরু আনতে যায়।

এ সময় ভারতের কোচবিহার১৪৭ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে ।

সময় বাংলাদেশীদের দলের সকলে পালিয়ে গেলেও ইউনুস ও সাগর বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।

এরপর গত রোববার থেকে এখন পর্যন্ত নিহত দুই ব্যক্তির লাশ ফেরত পাঠায় নি ভারতীয় বিএসএফ ।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থল বন্দর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খলিলুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ।

x