ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের লাশ তিন দিনেও ফেরত আসেনি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বুড়িমারী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশি যুবকের লাশ ৭২ পার হওয়ার পরেও ফেরত দেওয়া হয়নি।

গত রবিবার( 29 আগস্ট )পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকায় বুলবুল ইসলামের ছেলে ইউনুস আলী(৩০) এবং নীলফামারী জেলার ডালিয়া এলাকার বনেবরেডর ছেলে সাগর(২৭)

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে শ্রীরামপুর সীমান্তে ( ৮৪৩) নম্বর আন্তর্জাতিক পিলিয়ারের কাছ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় ৫/৬ জন বাংলাদেশি ভারতীয় গরু আনতে যায়।

এ সময় ভারতের কোচবিহার১৪৭ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে ।

সময় বাংলাদেশীদের দলের সকলে পালিয়ে গেলেও ইউনুস ও সাগর বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।

এরপর গত রোববার থেকে এখন পর্যন্ত নিহত দুই ব্যক্তির লাশ ফেরত পাঠায় নি ভারতীয় বিএসএফ ।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থল বন্দর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খলিলুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x