ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
লাখাইয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
আশীষ দাশ গুপ্ত লাখাই থেকে।।    
বেশি বেশি মাছ চাষ করি,   বেকারত্ব দূর করি’ এ  প্রতিপাদ্যকে সামনে রেখে   জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে লাখাই উপজেলায় বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।  ৩১ অগষ্ট বিকাল     উপজেলা মৎস্য   অফিসের আয়োজনে উপজেলা    পরিষদের  ২০২১ ~২০২২ অর্থ বছ‌রে রাজস্ব খা‌তের আওতায় উপজেলার  চিকনপুর ব্রিজ সংলগ্ন প্লাবনভূ‌মি‌তে ২৬০ কে‌জি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।পোনামাছ অবমুক্ত কার্যক্রমে উপজেেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং এর সভাপতিত্বে  প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থি ছি‌লেন উপ‌জেলা  চেয়ারম‌্যান  এড‌ভো‌কেট মোঃ মুশ‌ফিউল আলম আজাদ,বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা মৎস‌্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম   ‌উপজেেলা   ভাইস চেয়ারম‌্যান আমিরুল ইসলাম ,  লাখাই থানার ওসি মোঃ  সাইদুল ইসলাম , উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা ইদ্রিস তরফদার ,  সহকারী মৎস‌্য কর্মকর্তা, বোরহান উদ্দিন, পরিচালনায়,  লাখাই,মৎস‌্যজীবী ও গন‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
x