ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
ভারতে দৈনিক সংক্রমণের সঙ্গে বেড়েছে মৃত্যুও
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে ফের ৪১ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ। এসময়ে মধ্যে মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯৬৫ জন। মৃত্যু হয়েছে ৪৬০ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণামাধ্যম এনডিটিভি বুধবার এ তথ্য জানায়।

এর আগে মঙ্গলবার দেশটিতে  ৩০ হাজার ৯৪১ জন করোনাক্রান্ত হন। এ সময়ের মধ্যে মৃত্যু হয় ৩৫০ জনের। অর্থাৎ একদিনের ব্যবধানে আক্রান্ত বেড়েছে প্রায় ১০ হাজার।  একইসঙ্গে আগের দিনের চেয়ে ১১০ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে সোমবার  ৪২ হাজার ৯০৯ জন আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৮০ জনের।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৯ হাজার ২০ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৮৫ লাখ ৫৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৩৩ হাজার ৯৫৫ জনের।

Leave a Reply

Your email address will not be published.

x