ঢাকা, শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
পুঁজিবাজারে লেনদেনে শীর্ষ দশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। তাই আজ এ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস।

এদিন শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির ১ হাজার ৯০৮ বারে কোম্পানিটির ৪৯ লাখ ৪ হাজার ৩০৩টি শেয়ার লেনদেন হয়।

দিনটিতে টপ টেন বা দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাকসন্স স্পিনিং লিমিটেডের দর বৃদ্ধি পায় ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের দর ১২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বৃদ্ধি পায়। এ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে— ইস্টার্ন ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত, জনতা ইন্স্যুরেন্স, মুন্নু অ্যাগ্রো, রিং শাইন টেক্সটাইল, ফার কেমিক্যাল ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published.