ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
কালকিনিতে পুকুরের পানি পরীক্ষা করে মৎস্যচাষীদের মাছচাষে বিশেষ পরামর্শ প্রদান
রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ (২৮শে আগস্ট-০৩রা সেপ্টেম্বর) উপলক্ষে নির্ধারিত কর্মসূচির চতুর্থ দিনে মাদারীপুরের কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যােগে উপজেলার মৎস্যচাষীদের বিভিন্ন পুকুরের পানি পরীক্ষা করে মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার( ৩১ আগস্ট) সকালে উপজেলার মৎস্যচাষীদের বেশ কয়েকটি পুকুরের পানি পরীক্ষা করে তাদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান করা হয়।এসময় মৎস্যচাষীদের সঠিকভাবে মাছচাষ করে কিভাবে অধিক লাভবান হওয়া যায় সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।এবারের মৎস্য সপ্তাহের স্লোগান “বেশি বেশি মাছচাষ করি,বেকারত্ব দূর করি”। এই স্লোগানকে সামনে রেখে জনগণকে বিভিন্ন জলাশয়ে মৎস্যচাষ করে স্বাবলম্বী হতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন মৎস্য অধিদপ্তরের সদস্যরা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শাহীন কবির,সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দত্ত,ক্ষেত্র সহকারী রকিবুজ্জামান ও স্থানীয় মৎস্যচাষীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

x