ফরিদপুরের বোয়ালমারীর পলাশ বিশ্বাস এবার জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী মনোনীত হয়েছেন। তিনি উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের ফটিক চন্দ্র বিশ্বাসের ছেলে। জেলা প্রশাসকের কার্যালয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রবিবার (২৯ আগস্ট) বিকেলে পলাশ বিশ্বাসকে শ্রেষ্ঠ মৎস্য চাষীর পুরস্কার তুলে দেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। পলাশ বিগত ১৫ বছর ধরে মাছের চাষ করছেন। তিনি এবার দিয়ে পাঁচ বার জেলার সেরা মৎস্য চাষী মনোনীত হলেন।