ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভারতে করোনা পরিস্থিতির অবনতি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা চারশর নিচে নেমে এসেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। তবে গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। এছাড়া দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আরও কমেছে সুস্থতার হার। ফলে ভারতে দৃশ্যত সংক্রমণ-প্রাণহানি কমলেও অবনতি হয়েছে সার্বিক করোনা পরিস্থিতির।

সোমবার (৩০ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে ২ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ জনে।

অন্যদিকে রোববারের তুলনায় সোমবার ভারতে প্রাণহানির সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৮০ জন। অর্থাৎ গত এক দিনে মৃত্যু কমেছে ৮০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ২১০ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে সোমবারও ভারতে বজায় রয়েছে বিপরীত চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়েছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৪ হাজার ৭৬৩ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪৩ হাজার। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৩২৪ জনে।

ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৫ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। রোববারের তুলনায় সোমবার এই হার বেড়েছে। এদিকে গত একদিনে ভারতে সুস্থতার হার আরও কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x