ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
জাতীয় মৎস্য সপ্তাহে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান
মোঃ মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

  জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একই দিন উপজেলা পরিষদের পুুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লোনাপানি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাশমী সাকিব, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, ভ্যাটেনারী সার্জন ডাঃ পার্থপ্রতীম রায়, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ। উপস্থিত ছিলেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, মেরিন ফিসারিজ অফিসার চঞ্চল মন্ডল ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার। অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এবারের যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন, বাগদা চিংড়ি উৎপাদনে গ্রোটেক একোয়া কালচার লিঃ, মৎস্য উদ্যোক্তা হিসেবে পাইকগাছা মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক মসিউর রহমান, গলদা পিএল উৎপাদনে সঞ্জয় সরকার, প্রদর্শনী মৎস্য চাষী হিসেবে মোস্তাক শেখ ও শ্রেষ্ঠ লিফ হিসেবে সঞ্জয় মন্ডল।

Leave a Reply

Your email address will not be published.

x