ঢাকা, রবিবার ০৯ মার্চ ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
ভারতীয় বাহিনী-বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশির
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে আবারও বাংলাদেশি হত্যার ঘটনা ঘটেছে। প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত বাহিনীর গুলিতে মারা গেছেন দুই বাংলাদেশি যুবক।

রবিবার ভোরে লালমনিরহাটের পাটগামের বুড়িমারী জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে।

গুলিতে নিহত দুই যুবক হলেন বুড়িমারী ইউনিয়নের বুলবুল হোসেনের ছেলে ইউনুস (৩৫) ও পাটগ্রামের সাগর (৩৪)।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানান, দুই যুবকের লাশ এখনো ভারতীয় অংশে পড়ে আছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে লাশ হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে বিজিবির কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে দুপুরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হতে পারে বলে সূত্রে জানা গেছে।

x