বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি,এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট শনিবার সকাল ১০ টায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আকতার জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচীর কথা সাংবাদিকদের জানান । মৎস্য সপ্তাহের জন্য গৃহীত কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।
এসময় উপস্থিত ছিলেন- দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, সাংবাদিক বোরহান আনিচ, বেলায়েত হোসেন লিটন, মিজান বাবু,নজরুল ইসলাম, শফিকুল ইসলাম মন্টু, মিজানুর রহমান মিজান, রেজাউল করিম সেলিম, ইমরুল কবির, ফয়সাল আহমেদ, শফিকুল খান জনি, শহিদুল ইসলাম, নিজাম নকিব,শাহিদুরজ্জামান সাহিদ, আসিফ মাহমুদ প্রমুখ।