খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে, নওগাঁ পুলিশ সুপার অাব্দুল মান্নান বলেন, ‘বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই সারাদেশে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের জেলায়ও তারা তিন হাজার পরিবারকে সহায়তা দিচ্ছে। এর জন্য আবারো ধন্যবাদ জানাই তাদের। আমরা চাই তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক। বর্তমানে করোনা পরিস্থিতিতে আপনারা সতর্ক থাকবেন।
খাদ্য সামগ্রী বিতারনের সময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা এমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অাবু বক্কর,মান্দা সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফরিদুল করিম, মান্দা প্রেসক্লাবের সভাপতি ও মান্দা কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ, প্রমুখ উপস্থিত ছিলেন।