ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
মহাদেবপুরে ১২০০ কর্মহীন পেলেন খাদ্যসামগ্রী
আমিনুর রহমান খোকন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে করোনায় কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার এক হাজার দুশ’ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ আগষ্ট) বিকেলে এসব খাদ্যসামগ্রী উপজেলা সদর থেকে ১০টি ইউনিয়নে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে ইউনিয়নগুলোর প্রত্যন্ত পল্লীর মানুষের মধ্যে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা এসব বিতরণ করেন।

উপজেলা ত্রাণ বিতরণ কমিটির সভাপতি ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় জানান, এবার বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, লবন ও এক লিটার করে তেল। গতমাসেও উপজেলার ১০টি ইউনিয়নে এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ওই ইউনিয়নের একশ’ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা। এসময় ইউপি সচিব এস, এম, শাহিন আকতার, ইউপি সদস্য হামিদুর রহমান, আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

One response to “মহাদেবপুরে ১২০০ কর্মহীন পেলেন খাদ্যসামগ্রী”

  1. … [Trackback]

    […] Find More on to that Topic: doinikdak.com/news/43616 […]

Leave a Reply

Your email address will not be published.

x