ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
নাইক্ষ্যংছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বৃহস্পতিবার, উপস্থিত হবেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর
আশিকুজ্জামান খান, (বান্দরবান জেলা)

এক দিনের সফরে বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার  ঘুমধুমে আসছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি।

বহস্পতিবার (৫ আগষ্ট)  সকাল ৭টায় গাড়ীযোগে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুমে পৌঁছবেন মন্ত্রী।

পার্বত্যমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পার্বত্যমন্ত্রীর বীর বাহাদুর এমপি,র আগমনের দিনব্যাপী কর্মসূচীতে সকাল ১১টায় ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্দ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।

বিকেল ৩টায় বান্দরবানের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়ন ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মু, শামীম ইকবাল চৌধুরী।

আর এদিকে, বান্দরবান জেলা আওয়ামীলীগ সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানী ও তসলিম ইকবাল চৌধুরী জানান, পার্বত্যমন্ত্রী এক দিনের সফর উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় মন্ত্রীর আগমনের নিরাপত্তা বেষ্টনিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ।

মন্ত্রীর আগমনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নবাসীর পক্ষে এবারে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে কোন ধরনের গেইট, ব্যানার ফেস্টুন শোভা পাবে না। কারন মন্ত্রীর সফরের মাসটি হলো আগষ্টের শোকের মাস এবং  করোনাকালীন পরিস্থিতির মাঝে প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়ে বাড়ী-ঘর বিধস্ত এবং ঘরবন্ধি হওয়া মানুষদের মাঝে প্রাথমিক ভাবে ত্রাণসমগ্রী হাতে তুলে দেবেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি।

3 responses to “নাইক্ষ্যংছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বৃহস্পতিবার, উপস্থিত হবেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর”

  1. … [Trackback]

    […] Find More Information here to that Topic: doinikdak.com/news/43459 […]

  2. If you are going for best contents like I do, just pay a visit
    this web site every day as it presents feature contents, thanks

  3. A motivating discussion is worth comment. I do think that you should write more about this subject matter, it may not be a taboo subject but generally folks don’t discuss these issues.
    To the next! Cheers!!

Leave a Reply

Your email address will not be published.

x