ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহয়তা প্রদান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবিলায়  কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করা, বাজার মনিটরিং, সামাজিক দুরত্ব বজায় রাখা, করোনার বিস্তাররোধে জনগনকে সচেতন করাসহ তারা গরীব ও অসহায় মানুষদের মাঝে  ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালনা করেছেন বাংলাদেশ সেনা বাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন মঙ্গলবার ৩ রা আগষ্ট সকাল ১০ ঘটিয় ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে  কর্মহীন, গরীব, দুস্থ ,অসহায় ১০৫ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিব সালমা, ক্যাপ্টেন জেসিও,সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহবুবুল মুর্শেদ এর উপস্থিতিতে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কোভিট প্রটোকল অনুসরণ করে ত্রাণ বিতরণ করা হয়।
ক্যাপ্টেন সাকিব সালমা জানান, চলমান লকডাউন পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষদের সাহায্য প্রদানের উদ্দেশ্যে সেনাসদস্যদের নিজস্ব রেশন হতে ত্রাণ সামগ্রী (চাল, ডাল, তেল, লবণ ও সাবান) বিতরণ করা হল। সেনাবাহিনী তাদের এ ধরনের জনকল্যাণ ও মানবসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x