ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচী অব্যাহত আছে।
এরই অংশ হিসেবে আজ শহরের টেপাখোলা বিন্দু পাড়া, ফরিদাবাদ, লেকপাড়, হরিসভা, সহ শহরের বিভিন্ন এলাকায় পাঁচশত প্যাকেট খাবার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পূজা উদযাপন এর সহ-সভাপতি তাপস কুমার সাহা, সহ-সভাপতি তাপস কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা সহ কোষাধক্ষ্য সুরজিৎ কুন্ডু, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র কাজি আলি আহসান কল্লোল, গোপাল দত্ত, মানিক রায়, ডেবিট বিশ্বাস জয় সাহা, সুজয় চক্রবর্তী প্রমূখ।
উল্লেখ করা যেতে পারে আগামী ৫ ই আগস্ট পর্যন্ত খাদ্য বিতরণ কর্মসূচি চলমান থাকবে বলে জানা গেছে।এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।