ঢাকা, রবিবার ০৯ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
মুন্সীগঞ্জে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
এম,এ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে (কোভিট-১৯) করোনা মহামারিতে কর্মহীন, দুঃস্থ ও অসহায়  বেদে সম্প্রদায়ের মাঝে স্টাইল ফেব্রিকসের স্বত্বাধিকারী মো. ফয়সাল মাঝির ব্যাক্তিগত উদ্যোগে  খাদ্য সামগ্রী ও নগদ অর্থ  বিতরণ করা হয়েছে। রবিবার ১ আগষ্ট সকাল ১০টায় উপজেলার মালখানগর ইউনিয়নের ডাকবাংলো থেকে প্রায় শতাধিক  বেদের মাঝে এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

ন্যাশনাল প্রেস সোসাইটি মুন্সীগঞ্জ জেলা মানবাধিকার সংবাদদাতা আহসানুল ইসলাম আমিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুবির কুমার দাস, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খাদ্য সামগ্রীর মধ্যে  প্রতিটি পরিবারের জন্য রয়েছে চাল, ডাল, তেল, লবন, চিনি ও পিয়াজ।

x