ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

এ ঘটনায় আহত হয়েছে শেখ মারজান (১৯) নামে আরেকজন। আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোহিতকে মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মাসুদ রানা নামে এক পথচারী জানান, মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় পোস্তগোলার তিন রাস্তার মোড়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে থাকতে দেখেন এক যুবককে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহত রোহিতের বড় ভাই মাজহারুল হাসান রাজু জানান, তাদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে। গুলিস্তানে একটি গেঞ্জির দোকানের চাকরি করত রোহিত।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, রোহিতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত মারজানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও গুরুতর। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কোনো কিছু জানাতে পারেনি কেউ। নিউজ সোর্সঃ রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *