ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
ইসলাম ও রাশিয়ার মুসলিমদের প্রশংসায় পুতিন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
Russian President Vladimir Putin attends a meeting with participants of a management development program of the Graduate School of Public Management via video link in Moscow, Russia June 17, 2021. Sputnik/Alexei Nikolsky/Kremlin via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY.

ইসলাম ধর্ম ও রাশিয়ার মুসলিমদের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন।

পবিত্র ইদুল আজহায় মুসলিম নেতাদের শুভেচ্ছা জানিয়ে ইসলামের শান্তি বাণী প্রচার করায় তাদের ধন্যবাদ জানান। খবর আনাদোলুর।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ৩ কোটি মুসলমানের বসবাস রাশিয়ায়। খ্রিস্টানপ্রধান দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম এখন ইসলাম।

ইসলাম ধর্মের প্রশংসা করে পুতিন বলেন, এটি শান্তির ধর্ম, এ ধর্মের অনুসারীরা ঐতিহ্যগত ভাবে সুশৃঙ্খল এবং রাষ্ট্রীয় নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল।

মুসলিমরা খুবই সামাজিক এবং তাদের শিষ্টাচার ও পারিবারিক বন্ধন অটুট।

পৃথক বিবৃতিতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিনও মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, রাশিয়ার মুসলিমরা নিজ দেশের মূল্যবোধকে ধারন করে এবং দেশের অগ্রগতিতে অবদান রাখছে। এ কারণে রাশিয়ায় দিন দিন দ্যূতি ছড়াচ্ছে এবং প্রসার ঘটছে ইসলামের।

ইদুল আজহা উপলক্ষে মস্কোর মেয়র সার্গে সোবিয়ানিনও পৃথক বাণীতে মুসলিমদের শুভেচ্ছা জানান।

x