ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীনগরে বিদেশী মদ নিয়ে পিতাপুত্রসহ গ্রেফতার-৪
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শ্রীনগরে বিদেশী মদ নিয়ে পিতাপুত্রসহ গ্রেফতার-৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে থানা পুলিশের অভিযানে ৫ বোতল বিদেশী মদসহ দিপক মজুমদার (৩২), দেবদাস মজুমদার(৬৫), নয়ন সরকার (৩৫) ও সোহেল শেখ (৩৬) নামে ৪ জন গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দীপক মজুমদার ও দেবদাস মজুমদার পিতাপুত্র।
মঙ্গলবার(২৭ জুলাই) সন্ধ্যায় শ্রীনগর থানা সংলগ্ন দেউলভোগ বাজারের মন্দিরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মদ কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই আপন দাস, এসআই খলিলুর রহমান ও এএসআই মনির হোসেন ওই এলাকায় অভিযান চালায়। এসময় ৫ বোতল বিদেশী মদ হস্তান্তরের সময় দেউলভোগ বাজারের বাসিন্দা দিপক মজুমদার (৩২) তার বাবা দেবদাস মজুমদার(৬৫) হরপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে নয়ন সরকার (৩৫) ও দেউলভোগ দয়াহাটা গ্রামের ইউসুফ শেখের ছেলে সোহেল শেখ (৩৬) কে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজু করে বুধবার আসামীদেরকে আদালতে প্রেরণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *