ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জে খাদে পড়ে ছিল প্রাইভেটকার, সকালে উদ্ধার তিন লাশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় খাদে পড়ে থাকা অবস্থায় একটি প্রাইভেটকারের চালকসহ তিন আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। দুর্ঘটনাটি কখন ঘটেছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে গতকাল বুধবার দিবাগত রাতে অথবা আজ বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।

নিহত তিন জন হলেন, প্রাইভেটকারের চালক নয়ন (৩৬), লিজা (২৪) ও জারা (১৬)। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হাড়িয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। তবে ঘটনাটি কোন সময় ঘটেছে, এ ব্যাপারে জানা যায়নি। স্থানীয়দের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আমরা খবর পাই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। এরই মধ্যে তিনটি মরদেহ পাওয়া গেছে বলে তারা নিশ্চিত করেছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, ‘আমরা সকাল বেলা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং সকাল ৯টার দিকে তিনটি মরদেহ উদ্ধারের পর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি

One response to “মুন্সীগঞ্জে খাদে পড়ে ছিল প্রাইভেটকার, সকালে উদ্ধার তিন লাশ”

  1. … [Trackback]

    […] There you can find 42306 more Info to that Topic: doinikdak.com/news/38891 […]

Leave a Reply

Your email address will not be published.

x