ঢাকা, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রবাসী ফোরামের উদ্যােগে খাদ্য সামগ্রি বিতরণ
এম,এ কাইয়ুম মাইজভান্ডারিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে প্রবাসী ফোরাম সংগঠনের আয়োজনে এবং আর্থিক সহযোগিতায় করোনা মহামারি এবং পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বজ্রযোগিনী ইউনিয়নের অসহায়, সুবিধাবঞ্চিত, করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরন কার্যক্রমের আয়োজন করা হয়।
গতকাল সোমবার ১৯ জুলাই বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব (অপরাদ ও প্রশাসন), বিশেষ অতিথি হিসেবে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অফিসার  ইনচার্য আবুল কালাম আজাদ,
হাতিমারা পুলিশ তদন্ত ফাড়ির ইনচার্য তাবিদ হোসেন, বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সীর সভাপতিত্বে শহীদুল্লাহ শেখের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য ইয়াদ আলী দেওয়ান, সার্বিক তত্বাবধানে হযরত আলী শেখ,  বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক হাওলাদার,আমির দেওয়ান,আওলাদ মৃধা সহ অন্যান্যরা,পরিচালনায় মাহদী হুসাইন মিশু।
প্রবাসী ফোরাম সংগঠনের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান ট্রাস্টের সাধারন সম্পাদক
মোহাম্মদ আলী রুবেলের সার্বিক প্রচেষ্টায় আজকের এ প্রোগ্রাম মুখরিত পরিবেশে আয়োজিত হয়। এ সময় খাদ্য সামগ্রি বিতরনে ৫ কেজি চাল, ১ কেজি পোলা চাল, ৫০০ গ্রাম সেমাই, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ কেজি চিনি সহ ৬০০ পরিবারের মাঝে বিতরন সম্পন্ন করা হয়।
এ সময় প্রবাসী কল্যান সংগঠন, (বজ্রযোগিনী) সভাপতি মোহাম্মদ আলী রুবেল মুঠোফোনে দৈনিক মুন্সীগঞ্জের খবর কে জানান, ইউনিয়নবাসীর যে কোন প্রয়োজনে আমাদের এ সংগঠন পাশে থাকবে। ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার বিভিন্ন সুযোগ সুবিদাধী, শিক্ষা, চিকিৎসা, প্রদান  অসহায়, দরিদ্র ও অসচ্ছল পরিবার কে সহযোগিতা এ সংগঠন নিরলসভাবে করে যাবে বলে তিনি জানান । তাছাড়া সংগঠনটি আরো এগিয়ে যাওয়ার জন্য  সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, প্রবাসী কল্যাণ সংগঠন, (বজ্রযোগিনী) কমিটির  সভাপতি মোহাম্মদ আলী রুবেল – (আরব আমিরাত), সহ-সভাপতি মোঃ সবুজ বেপারী – (জাপান) সাধারন সম্পাদকঃ মোঃ আনোয়ার শেখ – (সৌদি আরব), যুগ্ম সাধারন সম্পাদকঃ  আবুল কালাম শেখ – (সৌদি আরব), অর্থ সম্পাদক – মোঃ সাগর হোসেন – (দুবাই) সাংগঠনিক সম্পাদকঃ মাহামুদুল হাসান তাইজুল (জাপান), ত্রাণ ও দুর্যোগ সম্পাদক – রাজন বেপারী –  (ফ্রান্স)
 দপ্তর সম্পাদক – তানবীর সুহেল – (পর্তুগাল)
সহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x