ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
কোরবানির ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারশালায়
এম,এ কাইয়ুম মাইজভান্ডারি মুন্সীগঞ্জ

কোরবানির ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে মিরকাদিমের কামারশালায়

কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে ব্যস্ততা বেড়েছে মুন্সীগঞ্জের মিরকাদিমের কামারশালায়। এখন সকাল-বিকাল হাতুড়ির টুংটাং শব্দ শুনতে পাওয়া যাচ্ছে দোকানগুলোতে।

মিরকাদিম পৌরসভার আরএনসি খেলার মাঠ পূর্ব পাড়া ব্রিজের ঠালে মাদব মন্ডল জানান, প্রতি বছর কোরবানির সময় কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। এবার লকডাউনের কারণে কিছুটা আয় কমেছে।

মাদব মন্ডল আরো বলেন, তাদের তৈরি যন্ত্রপাতি খুচরা ব্যবসায়ীরা এসে পাইকারি দরে কিনে নিয়ে যান। পরে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে ফেরি করে বিক্রি করেন তারা। এছাড়া কিছু মৌসুমি ব্যবসায়ী রয়েছেন যারা শুধু ঈদের সময় এ ব্যবসা করে থাকেন।

তিনি জানান, বড় মাপের একটি কাটারি ৪০০-৫০০ টাকা এবং ছোট মাপের একটি কাটারি ৩০০-৪০০ টাকায় বিক্রি হয়। এছাড়া বড় মাপের একটি বটি ৩৫০-৪৫০ টাকা এবং ছোট মাপের একটি বটি ১৫০-২০০ টাকায় বিক্রি হয়। এবং চামড়া ছিলার জন্য চাকু ৪০-৫০ টাকায় বিক্রি হয়ে থাকে।

এই শিল্পের সাথে সংশ্লিষ্ট কামাররা জানান সরকার যদি তাদের প্রতি একটু নজর রাখেন তাহলে তারা তাদের বাপ-দাদার ঐতিহ্য এই শিল্পকে টিকিয়ে রাখতে পারবেন।

3 responses to “কোরবানির ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারশালায়”

  1. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/36871 […]

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/36871 […]

Leave a Reply

Your email address will not be published.

x