ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঈদ-উল আযহা উপলক্ষে শ্রীনগরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে শ্রীনগরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার(০৯ জুলাই) বেলা ১১টায় শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় সাড়ে৭শত পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক অতিরিক্ত সচিব মোঃ আতিকুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল  বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, শ্রীনগর ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, ইউপি সচিব মোকসেদুল আলম, ইউপি সদস্য মোঃ হুমায়ুন শেখ, মোঃ দিলিপ, মোঃ হারুন মোড়ল, শান্তি রঞ্জন মন্ডল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *