ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লৌহজংয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইয়াবা ট্যাবলেটসহ এস এম মিজান (৩৫) নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার(০৭ জুলাই) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার কুমারভোগ এলাকা থেকে ইয়াবা ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট,০২ টি মোবাইল ফোন, মাদক বিক্রয়েরনগদ ৫ হাজার টাকা ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি সচল এ্যাম্বুলেন্সসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি এস এম মিজান (৩৫), বান্দরবান জেলার আলীকদম উপজেলার আলীমুদ্দিন পাড়া গ্রামের মৃত মহসিন সর্দারের ছেলে।

র‌্যাব-১১ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান,র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মোঃ আবু ছালেহ দের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়।

সে মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ বান্দরবান জেলার হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এ্যাম্বুলেন্সে পরিবহন করে ঢাকা ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে শীর্ষ মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে গোয়েন্দা তথ্য মতে জানা যায়।

উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *